![লালমনিরহাটে শিলাবৃষ্টির তাণ্ডব](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/30/lalmani@abnews_132873.jpg)
লালমনিরহাট: ৩০ মার্চ, এবিনিউজ : ঠিক যেন তান্ডবই দেখা গেল লালমনিরহাটে। দুই উপজেলায় শিলাবৃষ্টির তাণ্ডবে ফসলি জমিসহ ঘর-বাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে ৩০মিনিট স্থায়ী শিলাবৃষ্টিতে হাতীবান্ধা-পাটগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় কয়েক হাজার ঘর-বাড়িসহ গাছপালা, ভুট্টা ও ইরি-বোরো ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপপরিচালক বিদুভূষন রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
ভয়াবহ শিলাবৃষ্টিতে উপড়ে পড়েছে রাস্তার দুই ধারের শত শত গাছপালা। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি কৃষি সম্প্রসারণ বিভাগ। বিদুভূষন রায় বলেন, শিলাবৃষ্টিতে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।
স্থানীয়রা জানান, সকালে হঠাৎ বাতাসের সঙ্গে বৃষ্টি শুরু হয়। সেই সঙ্গে পড়তে থাকে বড় বড় শীলা। এতে জেলার অনেক স্থানে শীলার স্তুপ লক্ষ্য করা গেছে। ছোট-বড় গাছপালাগুলো ভেঙে মাটিতে হেলে পড়েছে। নষ্ট হয়েছে সবজি ক্ষেত। বোরো ধানের চারা গাছ মাটির সঙ্গে মিশে গেছে।
শীলাবৃষ্টিতে সব থেকে বেশি ক্ষতি হয়েছে নাগেশ্বরী, ভূরুঙ্গামারী ও ফুলবাড়ী উপজেলা। এছাড়া কুড়িগ্রাম সদর, রৌমারী ও রাজিবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওপরেও শীলাবৃষ্টি আঘাত হানে।
পাটগ্রাম উপজেলার দহগ্রামের বাসিন্দা তৈয়ুব আলী বলেন, অব্যাহত শিলাবৃষ্টিতে তার সবজি ও ভুট্টা ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে।
এবিএন/মমিন/জসিম