![ফজিলাতুন্নেছা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি প্রত্যাহার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/30/fazilatunnesa-uni_132876.jpg)
জামালপুর, ৩০ মার্চ, এবিনিউজ : উপাচার্য নিয়োগের দাবিতে শেখ ফজিলাতুন্নেছা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে নামে।
আন্দোলনের মুখে গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা ও শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়।
এই খবরে বিক্ষুব্ধ হয়ে ওঠে আন্দোলনরত শিক্ষার্থীরা। হল ত্যাগ না করে শুক্রবারেও প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে উপচার্য নিয়োগের দাবি ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবৈধ নির্দেশের প্রতিবাদে নানা শ্লোগান দিতে থাকে।
পরে দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা তামীম আল ইয়ামিন আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন। দীর্ঘ আলোচনার শেষে এক মাসের মধ্যে উপাচার্য নিয়োগের আশ্বাস দিলে এক মাসের জন্য কর্মসুচি প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, এক মাসের মধ্যে উপাচার্য নিয়োগের আশ্বাসে আপাতত কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। আশ্বাসের সময় মোতাবেক উপাচার্য নিয়োগ না হলে ফের আন্দোলনের ডাক দেওয়া হবে।
মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামীম আল ইয়ামিন বলেন, কর্তৃপক্ষের মাধ্যমে জানতে পেরেছি- উপাচার্য নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন। দ্রুত সময়ের মধ্যেই উপাচার্য নিয়োগ হয়ে যাবে।
এবিএন/জনি/জসিম/জেডি