শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ’র নতুন ভবনের উদ্বোধন

দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ’র নতুন ভবনের উদ্বোধন

দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ’র নতুন ভবনের উদ্বোধন

ফুলবাড়ী (দিনাজপুর),৩০ মার্চ, এবিনিউজ :দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ’র প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

গত কাল বৃহস্পতিবার দিনাজপুর প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর ধর্মপ্রদেশের বিশপ ড. সেবস্টিয়ান টুডু। প্রতিষ্ঠানের নব-নির্মিত ভবনটি দিনাজপুর ধর্মপ্রদেশের আর্থিক সহায়তায় ও বিশপ ড. সেবাস্টিয়ান টুডু’র সার্বিক সহযোগিতায় তৈরী করা হয়।

নব-নির্মিত নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের লেখাপড়ার মনোযোগী হওয়া এবং সকল অশুভ শক্তি থেকে বিরত রাখার কামনায় বিশেষ প্রার্থনা প্রদান করা হয়। প্রার্থনা শেষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ’র নতুন ভবনের উদ্বোধন

প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ব্রাদার নির্মল ফ্রান্সিস গমেজ সিএসসি’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফাদার মার্কুস মুরমু, ফাদার ফ্রান্সিস মুরমু, সিস্টার শান্তিরাণী সংঘের সুপিরিও জেনারেল সিস্টার রেবেকা কিসট্টা রোজারিও সিআইসি, সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ’র উপাধ্যক্ষ ব্রাদার কাজল লিনুস কস্তা সিএসসি, ব্রাদার সরোজ ভিনসেন্ট গমেজ সিএসসি, প্রথমিক শাখার ইনচার্জ সিস্টার হাসি রোজারিও সিআইসি প্রমূখ।

এবিএন/মো. আফজাল হোসেন/জসিম/এনকে

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত