ফুলবাড়ী (দিনাজপুর),৩০ মার্চ, এবিনিউজ : আশা-দিনাজপুর (বীরগঞ্জ) জেলার ২৮টি ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজারদের নিয়ে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
গতকাল বুধবার উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডিভিশনাল ম্যানেজার মহোদয় জনাব মো. হাফিজুর রহমান আকন্দ, দিনাজপুর বিভাগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মহোদয় জনাব মো. ওমর ফারুক, দিনাজপুর বিভাগ। অর্ধ-বার্ষিক সমন্বয় সভায় উপস্থিতি ছিলেন জেলার এএসই, অডিটর ও শিক্ষা অফিসারসহ সকল আঞ্চলিক কর্মকর্তাগণ।
উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মো. একরামুল হক, সিনিয়র ডিষ্ট্রিক্ট ম্যানেজার, আশা- দিনাজপুর (বীরগঞ্জ) জেলা। সভায় ২০১৭ সালের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করে আগামী ২০১৮ সালের জন্য ঋণ বিতরণ লক্ষ্যমাত্রাসহ অন্যান্য বিষয়ে দিক নির্দেশনা মূলক সিদ্ধান্ত সমূহ গ্রহণ করা হয়।
উল্লেখ্য যে, আশা ১৯৯৫ সাল থেকে দিনাজপুর (বীরগঞ্জ) জেলায় সঞ্চয় ও ঋণদান, সদস্যদের জন্য অবসর ভাতা, সদস্য ও অভিভাবক মৃত্যুজনিত দাফন-কাফন-সৎকার করার জন্য অর্থ সহায়তা, শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশনসহ সামাজিক সকল কর্মসূচী কার্যক্রম সফলভাবে পরিচালনা করে আসছে।
বর্তমানে অত্র জেলায় মোট ২৮টি ব্রাঞ্চ কার্যালয়ের মাধ্যমে প্রায় ৭৩৬১২ জন সদস্যকে ৫০০ কোটি টাকা ঋণ প্রদান করে দরিদ্র পরিবারের সদস্যসহ ব্যবসায়ী ও বিভিন্ন ধরনের ক্ষুদ্র উদ্যোক্তাদের যেমন কুটিরশিল্প, মৎস্য চাষ, সবজিচাষ, মৌসুমী ফসল, গোবাদী পশুপালন ইত্যাদি কাজে নিয়োজিতদের স্বাবলম্বি করতে আর্থ-সামাজিক উন্নয়নে সরাসরি সহায়ক ভুমিকা পালন করে আসছে।
এছাড়াও আশা মাইক্রোক্রেডিট এর পাশাপাশি নিজস্ব অর্থায়নে সামাজিক কার্যক্রম হিসাবে ছাত্র-ছাত্রী ঝরে পড়া রোধ কল্পে প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ, সুদ বিহীন স্যানিটেশন ঋণ সুবিধা, বিনা মূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবা, চক্ষু শিবির, ভার্মি কম্পোষ্ট, ফিজিওথেরাপি ক্যাম্প কার্যক্রম পরিচালনা করছে।
এছাড়াও নিজস্ব ক্যাম্পাসে আশা ইউনিভার্সিটি বাংলাদেশ, আশা ম্যাটস, চক্ষু হাসপাতাল কার্যক্রম পরিচালনা করে আসছে। জেলায় মোট ৭টি ব্রাঞ্চে ১০৫টি শিক্ষা কেন্দ্রের মাধ্যমে প্রায় ৩২৬৫ জন হতদরিদ্র পরিবারের ছাত্র-ছাত্রীদের মাঝে প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করে জাতীয় প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণে সহায়ক ভূমিকা পালন করে আসছে এবং জেলায় মোট ২টি ব্রাঞ্চে ১২ জন স্বাস্থ্য সেবিকার মাধ্যমে ডায়াবেটিস, জ্বর, প্রেগনেন্সী টেস্টসহ প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করছে।
পাশাপাশি জেলার সকল ব্রাঞ্চ কার্যালয়ের মাধ্যমে সাপ্তাহিক সভা করে স্বাস্থ্য সচেতনতা মূলক বিভিন্ন ইস্যুভিত্তিক আলোচনার মাধ্যমে সদস্যদেরকে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা সম্পর্কে সচেতন করা হচ্ছে এবং গরীব ও হতদরিদ্র সদস্যদের চিকিৎসা সহায়তা বাবদ মোট ২৩৮ জনকে ৫৩৫৫০০ টাকা অনুদান প্রদান করেছে।
এবিএন/মো. আফজাল হোসেন/জসিম/এনকে