বুধবার, ০৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩১
logo

কচুয়ায় মাছ ব্যবসায়ীর অত্মহত্যা

কচুয়ায় মাছ ব্যবসায়ীর অত্মহত্যা

কচুয়া (বাগেরহাট), ৩০ মার্চ, এবিনিউজ : কচুয়ার পল্লী থেকে আজ শুক্রবার সকালে মাছ ব্যবসায়ীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে থানা পুলিশ।

মৃেতর স্ত্রী পেয়ারা বেগম জানায়, আমার স্বামী মান্নান শিকদার পেশায় মাছ ব্যবসায়ী। আমাদের পাঁচ সদস্যের পরিবার, বছর খানের পুর্বে আমার বড় ছেলে সোহেল শিকদারের দুর্ঘটনায় পা ভেঙে যায় তার চিকিৎসা করতে গিয়ে প্রায় ৭ লক্ষ টাকা দেনাগ্রস্ত হয়ে পড়েন। তার উপর পাওনাদারদের টাকার চাপ ছিল।

গতকাল বৃহষ্পতিবার রাতে আমরা সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়লে তিনি ঘর থেকে চুপিসারে বেরিয়ে বাড়ির উঠানের ছবেদা গাছে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন।

কচুয়া থানার উপ-পরিদর্শক জহিরু হক জানায়, উপজেলার সাংদিয়া গ্রামের মৃত রাজ্জাক শিকদারের পুত্র মান্নান সিকদার (৫৫) পাওনাদারদের টাকার চাপে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।

তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তে জন্য বাগেরহাট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এবিএন/শুভংকর দাস বাচ্চু/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত