
ঢাকা, ৩০ মার্চ, এবিনিউজ : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া আগামীতে বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
ব্যারিস্টার মওদুদ বলেন, ‘যতই ষড়যন্ত্র করেন না কেনো, যতই তার মুক্তি বিলম্বিত করেন না কেনো, বেগম জিয়া মুক্ত হয়ে বাংলাদেশের মানুষের কাছে ফিরে আসবেন। আর আপনারা তাকে কারাগারে রেখে নির্বাচন করার নীল নকশা করেন তাহলে সেটা বাংলাদেশের মাটিতে কোনোদিন হবে না। তার মুক্তি ছাড়া আগামীতে বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না।’