
পটিয়া (চট্টগ্রাম), ৩০ মার্চ, এবিনিউজ : পটিয়ায় সম্মিলিত বর্ষবরণ উদযাপন পরিষদের এক সভা গতকাল বৃহস্পতিবার পটিয়া ক্লাব মিলনায়তনে নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন নির্বাহী কমিরি সদস্য যথাক্রমে বীর মুক্তিযোদ্ধা মৃণাল কান্তি বড়ুয়া, নাট্যজন মুহাম্মদ ছৈয়দ চেয়ারম্যান, নাট্যজন অধ্যাপক অভিজিৎ বড়ুয়া মানু, সামশুল আলম বাবু, অধ্যাপক ভগিরত দাশ, মাষ্টার শ্যামল দে, নাট্যজন সোহেল মো: নিজামুদ্দিন, চেয়ারম্যান ইনজামুল হক জসিম, কাউন্সিলর গোফরান রানা, নাজিম উদ্দিন পারভেজ, ছরওয়ার কামাল রাজীব।
পরে নির্বাহী কমিটির এক সভায় সর্বসম্মতিক্রমে ১৪২৫ বঙ্গাব্দের বর্ষবরণ ও বিদায় উদযাপন করার লক্ষ্যে বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ¦ মোতাহেরুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান ও নুর আলম সিদ্দিকীকে সদস্য সচিব নির্বাচিত করা হয়।
এবিএন/সেলিম চৌধুরী/জসিম/এমসি