![নীলফামারীতে শিলাবৃষ্টিতে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/30/rain_abnews_132906.jpg)
নীলফামারী, ৩০ মার্চ, এবিনিউজ : নীলফামারীর ডোমার, ডিমলা ও জলঢাকা উপজেলায় শিলাবৃষ্টিতে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে ডোমার উপজেলার জোড়াবাড়ি, গোমনাতি, বামুনিয়া, ভোগডাবুড়ি, কেতকিবাড়ি ও জলঢাকা উপজেলার মীরগঞ্জ, শিমুলবাড়ী ও গোলনা ইউনিয়নে এবং ডিমলা উপজেলার খালিশাচাপানী ও নাউতারা ইউনিয়নের কয়েকটি এলাকায় ব্যাপক শিলাবৃষ্টি হয়।
এতে এসব এলাকার সহস্রাধিক বাড়িঘরের টিনের চাল ফুটো হয়ে যায় বলে জানান ক্ষতিগ্রস্তরা। ১০ মিনিটের স্থায়ী এ শিলাবৃষ্টিতে এসব এলাকার মাঠে থাকা মরিচ,টমেটো, তামাক ও ভুট্টা ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া ঝড়ে পড়েছে আম ও লিচুর মুকুল।
এদিকে মাঠ থেকে বাড়ি ফেরার পথে শিলার আঘাতে ডিমলার মিনা বেগম, রমজান আলী ও চিত্ররঞ্জন নামে ৩ জন আহত হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।
শিলাবৃষ্টি ও মাঝারি ঝড়ের কারণে সকাল ৯টা থেকে নীলফামারী জেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং বিকেল পনে পাঁচটার দিকে বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু হয়।
নর্থ ওয়েস্ট পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি(নেসকো) লিমিটেডের নির্বাহী প্রকৌশলী আবু সাইদ জানান, শিলাবৃষ্টি ও ঝড়ের কারণে সৈয়দপুর- নীলফামারী সড়কে গাছের ডাল ভেঙে বিদ্যুৎ লাইনের উপর পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়।
এবিএন/আব্দুল্লাহ আল মামুন/জসিম/এমসি