শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • সাঘাটায় শিলা বৃষ্টিতে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি

সাঘাটায় শিলা বৃষ্টিতে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি

সাঘাটায় শিলা বৃষ্টিতে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি

সাঘাটা (গাইবান্ধা), ৩০ মার্চ, এবিনিউজ : গাইবান্ধার সাঘাটা উপজেলায় গতকাল শুক্রবার ঝড় ও শিলা বৃষ্টিতে টিনের ঘর-বাড়িসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।

আজ শুক্রবার জুম্মার নামাযের সময় আকষ্মিকভাবে উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয়। শিল গুলোর ওজন প্রায় ৩শ’ গ্রাম। প্রায় ৫০ বছরেও এত বড় শিল পড়তে দেখা যায়নি।

শিলা বৃষ্টিতে উপজেলার বোনারপাড়া, পদুমশহর, জুমারবাড়ী, হলদিয়া, কামালেরপাড়া, ঘুড়িদহ, সাঘাটা, ভরতখালী, মুক্তিনগর, কচুয়া ইউনিয়নের সহস্রাধিক ঘরের টিনের চালা ছিদ্র হয়ে যায়। ব্যাপক ক্ষতি হয় উঠতি ফসল ইরি-বোরো, পাট, ভূট্টা, আমের গুটি, মরিচ, বেগুন, শাক-সবজিসহ বিভিন্ন জাতের ফসলের।

এ ব্যাপারে পদুমশহর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্যা আফরুজা বেগম জানান, চকদাতেয়াসহ পদুমশহর এলাকায় শিলা বৃষ্টিতে ইরি-বোরোসহ বিভিন্ন ফসল ও বসতবাড়ীর অনেক ক্ষতি হয়েছে। বোনারপাড়া ইউনিয়নের শিমুলতাইড় গ্রামের প্রবীণ কৃষক মজিবর রহমান জানান, ৪০-৫০ বছরেও আমি এত বড় শিল পড়তে দেখিনি।

কামালেরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহিনুর ইসলাম সাজু জানান, আকস্মিক শিলাবৃষ্টিতে আমার ইউনিয়নের ইরি-বোরো ধানসহ বিভিন্ন ফসল, বসতবাড়ীর টিনের চালা ছিদ্র ও হাট বাজারের বিভিন্ন দোকানের টিনের চালা ছিদ্র হয়ে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।

এবিএন/আসাদ খন্দকার/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত