
ঠাকুরগাঁও, ৩০ মার্চ, এবিনিউজ : ঠাকুরগাঁওয়ে হঠাৎ শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে এই শিলাবৃষ্টি হয়। প্রায় আধা ঘন্টা ধরে শিলাবৃষ্টি পরতে থাকে।
ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আফতাব হোসেন বলেন, বেলা ১১টার দিকে হঠাৎ করে আকাশ কালো হয়ে আসে। এরপর প্রচন্ড বৃষ্টি সাথে বরফ পাথর পরতে তাকে। ঠাকুরগাঁওয়ে গড়ে ৩ মিলিমিটার বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া হয়েছে।
শিলাবৃষ্টির কারণে ঠাকুরগাঁও জেলায় গম, ভুট্টা, মসুরি ডালসহ বেশ কয়েক ধরনের ফসল ক্ষতি হয়েছে। পাশাপাশি আম-লিচু গাছের মুকুল ঝড়ে পরেছে।
তিনি বলেন, এই মুহুর্তে ক্ষতির পরিমাণ সঠিক ভাবে বলা যাচ্ছে না। ক্ষতির পরিমাণ নির্ধারণ করার জন্য মাঠ পর্যায়ে আমাদের কৃষি অফিসাররা কাজ করছে।
সদর উপজেলার আক্চা ইউনিয়নের বকসের হাট এলাকার বাসিন্দা কৃষক সিরাজ উদ্দীন বলেন, আমার ১০ বিঘা জমিতে ভুট্টা ও গম রোপণ করেছিলাম। যা কয়েক দিনের মধ্যেই ঘরে তুলতে পারতাম। কিন্তু সকালে হঠাৎ করে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এখন যা আছে তা দিয়ে চাষের খরচ উঠবে না।
আখানগর ইউনিয়নের কৃষক আলতাফ হোসেন বলেন, তিনি ৫ বিঘা জমিতে আম ও লিচু গাছ রোপন করেছিলেন। গাছগুলোতে বেশ ভালো মুকুল এসেছিল। কিন্তু শিলাবৃষ্টির কারণে গাছের সব মুকুল ঝরে গেছে। এতে করে তার ব্যাপক ক্ষতি হয়েছে।
শহরের হলপাড়া এলাকার বাসিন্দা তপন কুমার ঘোষ বলেন, বেশ কিছুদিন ধরে রোদের তাপমাত্রা বেড়ে গিয়েছিল। বৃষ্টি হওয়ার কারণে এখন একটু শান্তি পাওয়া যাচ্ছে।
এবিএন/রবিউল এহসান রিপন/জসিম/এমসি