![লালপুরে ঐতিহাসিক ময়না দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/30/sova_abnews_132915.jpg)
লালপুর (নাটোর), ৩০ মার্চ, এবিনিউজ : মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত নাটোরের লালপুরের ঐতিহাসিক ময়না দিবস লালপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আজ শুক্রবার নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় পালিত হয়।
কর্মসূচির শুরুতেই জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা, শোক পতাকা ও দলীয় পাতাকা উত্তোলন করা হয়। এরপর ময়না স্মৃতি স্তম্ভে ১৯৭১ সালের ৩০ মার্চ ময়নার জনযুদ্ধে হানাদার বাহিনীর হাতে নিহত শহীদদের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পন করা হয়।
লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ এমপি।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী, নাটোর জেলা আওয়ামীলীগের সদস্য উপাধ্যক্ষ বাবুল আকতার, লালপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক অধ্যাপক আমজাদ হোসেন।
আরো বক্তভ্য রাখেন- ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক গোপালপুর শাখা ম্যানেজার জগলুল কবির, লালপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খালিদ হোসেন সরল, ছাত্রলীগ সভাপতি সারোয়ার জাহান মানিক, বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান কমর প্রমুখ।
এ সময় উপজেলার মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এবিএন/মোয়াজ্জেম হোসেন/জসিম/এমসি