শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

বুধহাটায় কালভার্টের মুখ বন্ধ করে ঘর নির্মাণ

বুধহাটায় কালভার্টের মুখ বন্ধ করে ঘর নির্মাণ

আশাশুনি (সাতক্ষীরা), ৩১ মার্চ, এবিনিউজ : আশাশুনি উপজেলার বুধহাটায় পয়. নিস্কাশনের জন্য ব্যবহৃত কালভার্টের মুখ বন্ধ করে ঘর নির্মাণের কাজ চলছে। এলাকাবাসী বাধা দিলেও কাজে আসছেনা।

বুধহাটা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সামনে আশাশুনি সাতক্ষীরা সড়কে দীর্ঘকাল পূর্ব থেকে নির্মীত কালভার্টটি দিয়ে এলাকার পানি নিস্কাশিত হয়ে আসছে। বর্তমানে শতাধিক পরিবার, স্বাস্থ্য কেন্দ্রসহ আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানে পরিত্যাক্ত পানি এবং বর্ষা মৌসুমে বৃষ্টির পানি নিস্কাশনের এই একটাই পথ রয়েছে।

কালভার্টের মুখে শেতপুর গ্রামের আলহাজ আ. গফুর সরদার ইটের গাঁথুনি দিয়ে ঘর নির্মাণের কাজ শুরু করেছেন। ২৭ মার্চ নির্মাণ কাজ শুরু করা হলে এলাকার মানুষ বাধ সাধেন। তখন আ. গফুর সরদার ছোটবড় বহু ব্যক্তিকে ম্যানেজ করে গভীর রাত পর্যন্ত কাজ করান। সেই থেকে আর কাজ বন্দ হয়নি।

এলাকাবাসীর দাবী কালভার্টের পানি নিস্কাশনের পরিকল্পিত ব্যবস্থা রেখে নির্মাণ কাজ করার ব্যবস্থা নেওয়া হোক। অন্যথায় এলাকার ঘরবাড়ি-অফিস বর্ষা মৌসুমে পানিতে তলিয়ে যাবে।

এ ব্যাপারে আলহাজ আ. গফুর বলেন, আপনারা নিজেরাই ভেঙ্গে দেন, কাজ করবোনা। ইউপি সদস্য রেজওয়ানুল কবির জানান, কালভার্টের পানি নিস্কাশনের ব্যবস্থা রেখে কাজ করতে বলেছি। না মানলে প্রশাসন সেটি দেখবে বলে তিনি মনে করেন।

বুধহাটা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আ. বারী জানান, বিষয়টি আমার জানা নেই। কালভার্টের মুখ বন্ধ করে কাজ করা হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

এবিএন/জি এম মুজিবুর রহমান/জসিম/এনকে

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত