
ঢাকা, ৩১ মার্চ, এবিনিউজ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনা আন্তর্জাতিকভাবে স্বৈরতন্ত্রের মালিক এবং গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রামের জননী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মালিক। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমির খসরু বলেন, খালেদা জিয়াকে কারাগারে রেখে সরকার একদলীয় শাসন কায়েম করতে যাচ্ছে। দেশে আইনের শাসন, বিচার বিভাগ, মানবাধিকার ভূলুন্ঠিত। মানুষ ন্যায় বিচার পাচ্ছে না। শাসকের পছন্দের বিচারপতি দিয়ে বিচার বিভাগ চলতে পারে না।