![সুনামগঞ্জে কাল বৈশাখি ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/31/jhor_abnews1_132977.jpg)
সুনামগঞ্জ, ৩১ মার্চ, এবিনিউজ : বৈশাখ মাস শুরু হতে না হতেই হাওর এলাকায় শুরু হয়েছে কাল বৈশাখি ঝড়ের তান্ডব। গত বৃহস্পতিবার রাতে ও শুক্রবার বিকেলে প্রচন্ড ঝড়ের কবলে পরে হাওরবাসী।
২০ ঘন্টার ব্যবধানে দু’দফায় কাল বৈশাখি ঝড়ের তান্ডবে সুনামগঞ্জ জেলার কয়েকটি উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দু’দিনের তুফানে বিভিন্ন উপজেলায় কয়েক শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। বিভিন্ন উপজেলার গ্রামের বাড়িঘরে গাছপালা ভেঙে পড়ে কাঁচা ঘরের ক্ষতি হয়।
গতকাল শুক্রবারের ঝড়ের কবলে ছাতক, দক্ষিণ সুনামগঞ্জ, জগন্নাথপুর, দিরাই ও শাল্লা উপজেলা ব্যাপক ক্ষতি হয়েছে। দিরাই উপজেলার রফিনগর ইউপি চেয়ারম্যান রেজুয়ান হোসেন খান জানান, বাংলাবাজারের ১০/১২টি দোকান ঘরসহ কয়েকটি গ্রামে অন্তত অর্ধশত ঘর বাড়ি ক্ষতি হয়েছে। তাছাড়া ভাটিপাড়া ইউনিয়নের ৩০/৩৫টি ঘর বাড়ি ক্ষতির কবলে পরে। দু’দিনের কাল বৈশাখি ঝড়ে বিভিন্ন উপজেলায় ক্ষয়ক্ষতির পরিমান নিরুপনের চেষ্টা করছে বলে জানা গেছে। এদিকে জেলার মধ্যনগর থানার গতকাল শুক্রবারের কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক মানুষ গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে। মধ্যনগর থানার চারটি ইউনিয়নের (বংশীকুন্ডা উত্তর, বংশীকুন্ডা দক্ষিণ, চামরদানী ও মধ্যনগর) অনেক গ্রামের মানুষের ঘররবাড়ি প্রচন্ড ঝড়ের কারণে ভেঙে গেছে।
সরেজমিনে দেখা যায়, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের আদর্শ গ্রামে ১০-১৫টি পরিবার গৃহহীন হয়ে পড়েছে। স্থানীয়রা জানায়, ঝড়ে আমাদের গ্রামে ১০-১৫টি পরিবার গৃহহীন। জগন্নাথপুরে গতকাল শুক্রবার বিকেলে উপজেলার পৌরসভাসহ ৮টি ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া প্রচন্ড ঘূর্ণঝড়ে শতাধিক কাচাঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
প্রায় আধ ঘন্টাব্যাপী প্রচন্ড ঘূর্ণিঝড়ে কাঁচাঘরবাড়ি ধুমড়ে মুছড়ে মাটির সাথে মিশে যায়। কমপক্ষে শতাধিক বিভিন্ন জাতের গাছ উপড়ে রাস্তায় এবং ঘরবাড়িতে পড়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি রয়েছে।
এবিএন/অরুন চক্রবর্তী/জসিম/এমসি