![ফরিদপুর জমি দখলের প্রতিবাতে সংবাদ সম্মেলন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/31/sova_abnews_132979.jpg)
ফরিদপুর, ৩১ মার্চ, এবিনিউজ : ফরিদপুরে একটি বসতবাড়ী জোড় করে দখল করে নেওয়া চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগী পরিবারটি।
আজ শনিবার দুপুরে কামরুজ্জামান সোহেলের সভাপতিত্বে ফরিদপুর প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে শরিফুর নাহার জানান, ফরিদপুর শহরের ১১৬নং কমলাপুর মৌজার বিএস ২৯০০ নং দাগের ২৭ শতাংশ জমির উপর দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে পরিবারটি ( মাসুদ খান)।
তিনি জানান, সম্প্রদি এই জমি দখল নেওয়ার জন্য স্থানীয় আলিম আজাদ গংরা বিভিন্ন ভাবে পায়তারা করছে। গত ২২ মার্চ রাতে মুখোশধারী ৮/১০ লোক এসে আমাদের গো-খামারে হামলা চালায়। এসময় আমার পরিবারের কয়েক সদস্যকে লাঞ্ছিত করে তারা।
সংবাদ সম্মেলনে জানানো হয় ওই ঘটনার প্রেক্ষিতে ফরিদপুর কোতোয়ালী থানায় গত ২৩ মার্চ মামলা করলে (জি আর ১৯১/১৮) হামলাকারিরা বিভিন্ন ভাবে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিয়ে আসছে। মাসুদ খানের পরিবারটি জানান, এখন তারা আলিম আজাদের গংদের কারনে নিরাপত্তাহীনতায় রয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বদু মিয়া, রাজিয়া বেগম, রুবা আক্তার, মিলন ব্যাপারী প্রমুখ।
কোতোয়ালী থানা মামলার তদন্ত কর্মকর্তা এস আই শামিম হোসেন এ বিষয়ে বলেন, বসতবাড়িতে হামলার ঘটনায় মামলার তদন্ত চলছে, অল্প সময়ের মধ্যেই রিপোর্ট দেওয়া হবে।
এবিএন/কে. এম. রুবেল/জসিম/এমসি