![কালিগঞ্জে প্রকাশ্যে বেড়াচ্ছেন হত্যা মামলার আসামী](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/31/moslem-abnews_132984.gif)
কালিগঞ্জ (সাতক্ষীরা),৩১ মার্চ, এবিনিউজ : কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার কালিগঞ্জ শাখার সভাপতি মোসলেম আলী হত্যা মামলার এজাহারভুক্ত আসামী বিএনপি নেতা হাফিজুর রহমান শিমুল প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।
বিভিন্ন সরকারি ও বেসরকারি অনুষ্ঠানে উপস্থিত থাকলেও তাকে গ্রেফতার করছে না পুলিশ। এ ঘটনায় নিহতরে স্বজনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। চাঁচাই গ্রামের আফরোজা খাতুন জানান, তার স্বামী মানবাধিকার কর্মী মোসলেম আলীকে ২০১৩ সালের ১৭ ডিসেম্বর তার স্বামী মোসলেম আলীকে মোটর সাইকেল চালক আলীর সহায়তায় নৃশংসভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।
স্বাভাবিক অবস্থায় ফিরে না আসতেই ঘটনার রাতেই আওয়ামী লীগ নেতা শেখ ওয়াহেদুজ্জামান তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে তড়িঘড়ি একটি কাগজে সাক্ষর করিয়ে নেন। এ সময় তার কাছে সন্ধিগ্ধ হত্যাকারিদের নাম জানতে চাওয়া হয়।
পরবর্তীতে বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শিমুলসহ ২৪ জনের নাম উল্লেখ করে মামলা দেখানো হলেও অনেক আসামীর নাম বাদ দেওয়া হয়। বাধ্য হয়ে তার পালিত পুত্র জাকির হোসেন বাদি হয়ে ২০১৪ সালের এপ্রিল মাসে আদালতে সংশ্লিষ্ট সকল আসামীর নাম উল্লেখ করে একটি সম্পূরক মামলা দায়ের করেন।
পুলিশ হাফিজুর রহমান শিমুলকে বাদ দিয়ে ২৩ জনের নামে আদালতে অভিযোগ দায়ের করায় তিনি আদালতে নারাজির আবদেন করেন। নারাজির আবেদন খারিজের বিরুদ্ধে রিভিশন করলে আদালত ওই মামলার পূণ.তদন্তের জন্য কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব হোসেনকে দায়িত্ব দেন।
এরপরও ওই আসামী মামলার তদন্তকারি কর্মকর্তার সঙ্গে বিভিন্ন সরকারি ও বেসরকারি কর্মসূচিতে এক সঙ্গে উপস্থিত থাকা সহ বিভিন্ন সময়ে গোপনে মিলিত হয়ে শলাপরামর্শ করছে। বিভিন্ন সময়ে অবস্থান করছেন উপজেলা সদরে। পুলিশ তাকে ধরছে না উপরন্তু মামলা থেকে শিমুলের নাম বাদ দেওয়ার জন্য সফুসহ কয়েকজন তদন্ত কর্মকর্তা রাজিব কে বোঝানোর চেষ্টা করেছেন।
এ ছাড়া আজ শনিবার দেবহাটা থানার নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এলে তার কাছে শিমুলকে নিয়ে যেয়ে তাকে মামলা থেকে বাদ দেওয়ার জন্য সুপারিশ করা হবে বলে একটি মহল চেষ্টা চালাচ্ছেন।
মামলার তদন্তকারি কর্মকর্তা কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাজীব হোসেনের নিকট জানতে চাইলে জানান তদন্ত চলছে। তবে এ বিষয়ে ভুক্ত ভোগী পরিবারের সঙ্গে কথা বলা হয়েছে কি না জানতে চাইলে তিনি কোন উত্তর দিতে পারেনি বরং তিনি বলছেন অনেক জায়গায় দাওয়াত করলে আমি যাই সেখানে হাফিজুর রহমান উপস্থিত থাকলে আমার কি করার আছে।
এবিএন/মো. রফিকুল ইসলাম/জসিম/এনকে