![দুর্গাপুর-শ্যামগঞ্জ সড়কের কাজে অনিয়মের অভিযোগ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/31/road-abnews_132987.jpg)
দুর্গাপুর (নেত্রকোনা), ৩১ মার্চ, এবিনিউজ : নেত্রকোনার বহু আকাঙ্খিত দুর্গাপুর-শ্যামগঞ্জ মহাসড়ক দীর্ঘদিন অপেক্ষার পর ৩১৬ কোটি টাকা ব্যায়ে কাজ শুরু হলেও কাজের মান নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। রাস্তার কাজে খালের বালু ও নিম্ন মানের পাথর ব্যবহার করার অভিযোগ উঠেছে।
এ নিয়ে আজ শনিবার সরেজমিনে গিয়ে জানা গেছে, ৩১৬ কোটি টাকা ব্যায়ে এলাকার প্রাণের দাবি ৩৭ কি.মি রাস্তা দরপত্র আহ্বানের মাধ্যমে গত ২৫ অক্টোবর আনুষ্ঠানিক কাজের উদ্ভোধন করা হয়। ইতিমধ্যে এলাকায় নীম্ন মানের সামগ্রী সরবরাহ করায় বিষয়টি সকলের দৃষ্টি গোচর হয়।
এরই প্রেক্ষিতে সার্বজনীন নাগরিক কমিটি দরপত্র অনুযায়ী টেকসই মানের কাজ করার দাবী নিয়ে বেশ কয়েকবার পথসভা, মানববন্ধন করেছেন। ৫টি প্যাকেজের মাধ্যমে ২৪ ফুট প্রশস্ত করে ৩৭ কিলোমিটার সড়কের নির্মাণ কাজ আগামী ডিসেম্বর মাসের মধ্যে সম্পন্নের কথা থাকলেও কতটুকু টেকসই ও দরপত্র অনুযায়ী কাজ হচ্ছে কিনা সে নিয়ে তদারকি প্রয়োজন বলে মনে করছেন এলাকাবাসী।
ইতিমধ্যে নানা কারণে রাস্তার কাজ বন্ধ থাকায় অল্প বৃষ্টিতেই ঐ রাস্তা কাদাযুক্ত হওয়ার ফলে পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিনিয়িত।
এ বিষয়ে দুর্গাপুর ইউএনও মো. মামুনুর রশীদ যুগান্তরকে বলেন, আমি ও মাননীয় এমপি মহোদয়সহ এ ব্যাপারে সওজের নির্বাহী প্রকৌশলী দিদারুল আলম এর সাথে বেশ কয়েকবার কথা বলেছি। কাজের মান নিয়ে অনেকেই আমাকে বলেছে, সরেজমিনে তদন্ত করে অচিরেই প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।
এবিএন/তোবারক হোসেন খোকন/জসিম/এমসি