শেরপুর (বগুড়া), ৩১ মার্চ, এবিনিউজ : বগুড়ার শেরপুরে বন্ধু ক্রিকেট ক্লাবের আয়োজনে শালফা এসআর চৌধূরী দাখিল মাদ্রাসা মাঠে গতকাল শুক্রবার বিকেলে শালফা প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত খেলায় বিলচাপড়ী ক্রিকেট একাদশকে ৫ ইউকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মাটিকোড়া ক্রিকেট একাদশ। খেলাটি পরিচালনা করেন এরশাদ আলী ও মীর মো. রাসেল। খেলায় মাটিকোড়া দলের আরিফুর রহামন ম্যান অব দি ফাইনাল ও সৌরভ হোসেন ম্যান অব দি সিরিজ নির্বাচিত হন।
ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শালফা টিবিএম স্কুল ও কলেজের কেজি শাখার প্রধান শিক্ষক গাজিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শালফা টিবিএম কলেজের প্রভাষক মো. ইনছান আলী।
সাবেক খেলোয়ার রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি রাশেদুল হক, সহ সভাপতি আমাদের সময় প্রতিনিধি শফিকুল ইসলাম শরীফ, খানপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম মীর।
আরো বক্তব্য রাখেন- সাবেক এমপির রাজনৈতিক পিএস সাইদুল ইসলাম, শালফা দলের সাবেক খেলোয়ার এনামুল হক, জাহিদুল ইসলাম বকুল, ফেরদৌস জামান, আতিকুর রহমান, মহসিন আলী, মাহবুবুর রহমান রনি, জাফর ইসলাম, তামিম ইকবাল প্রমুখ।
এবিএন/শহিদুল ইসলাম শাওন/জসিম/এমসি