![বদলগাছীতে ইটভাটায় মাটিতে বন্ধ হচ্ছে পানি নিস্কাশনের পথ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/31/vata_abnews_132995.jpg)
বদলগাছী (নওগাঁ), ৩১ মার্চ, এবিনিউজ : নওগাঁর বদলগাছীতে প্রশাসনের নিরবতার কারণে বিভিন্ন এলাকা থেকে ইটভাটার মাটি কেনাবেচা করতে ছুটে আসছে এই উপজেলায়।
৩ ফসলি কৃষি জমি নষ্ট করে পুকুর খননের নামে চলছে ইটভাটায় মাটি বিক্রির জমজমাট ব্যবসা। ইটভাটা মালিকেরা ডেজার মেশিন দিয়ে দ্রুত মাটি কেটে নিয়ে সটকে পড়ছে ঘটনাস্থল থেকে সুযোগ সন্ধ্যানীরা।
এলাকাবাসী অভিযোগ করেন, পশ্চিম মির্জাপুর গ্রামের পানি নিষ্কাশনের একমাত্র ড্রেনের মাঝে পুকুর খননের নামে ইটভাটায় মাটি বিক্রি করতে এবং পুকুরের চতুরদিকে বাঁধ নির্মান করার পরিকল্পনা করা হচ্ছে মর্মে অভিযোগ উঠে এলাকায়।
সরজমিনে তথ্য সংগ্রহকালে এলাকাবাসী জানান, মির্জাপুর গ্রামের মৃত বাসুদেব মোহরারের ছেলে পল্বব মোহরার ও তার ভাই টুটুল মোহরার ৯৫ শতক জমির মাটি ইটভাটায় বিক্রি করেছে। পল্বব জানায় তারা সেখানে পুকুর খনন করবে। সেখানে পানি নিষ্কাশনের সমস্যা হলে তারা বিকল্প ব্যবস্থা করে দিবে।
মির্জাপুর গ্রামের জহুরুল ইসলাম, জাহাঙ্গীর, আব্বাস, বিষু কামার, আব্দুল মজিদ বাবুসহ এলাকাবাসী বলেন পুকুর খননে সেখানে বাঁধা দিলে পল্লব বলেন পানি নিষ্কাশনের পথ রাখা হবে। যদি পানি নিস্কাশনের ব্যাবস্তা না করা হয় তাহলে বাড়ী ঘড় সহ ফসলের অনেক ক্ষতি হবে। আইন থাকলে প্রয়োগ না থাকায় এভাবে পুকুর খননের নামে ইটভাটায় মাটি বিক্রির জমজমাট ব্যবসা জমে উঠেছে।
এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার হাসান বলেন, যার জমি সে যদি পুখুর খনন করে তাহলে আমার কি করার আছে।
এবিএন/হাফিজার রহমান/জসিম/এমসি