![মেলান্দহে নতুন ব্যবসা শুরু শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/31/jamalpur_abnews24 copy_132997.jpg)
মেলান্দহ (জামালপুর), ৩১ মার্চ, এবিনিউজ : জামালপুরের মেলান্দহে নতুন ব্যাবসা শুরু শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা আজ শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পসচিব মোহাম্মদ আব্দুল্লাহ। এসএমই ফাউন্ডেশন ও মৌচাক মহিলা উন্নয়ন সংস্থা এর আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক আহমেদ কবির, উপজেলা চেয়ারম্যান আলহাজ একেএম হাবিবুর রহমান চাঁন, মেয়র শফিক জাহেদী রবিন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক রফিকুল ইসলাম শামীম, আ.লীগ সভাপতি আ. রাজ্জাক সুজা, মৌচাক মহিলা উন্নয়ন সংস্থার সভাপতি জেসমিন আলম প্রমুখ।
অনুষ্ঠান গ্রন্থনা ও পরিচালনা করেন বগুড়া আজিজুল হক কলেজের বাংলা বিভাগের সহযোগি অধ্যাপক ড. মুহম্মদ হায়দার।
সভায় ৩০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
এবিএন/শাহ জামাল/জসিম/এমসি