রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • সারাদেশ
  • শ্রীমঙ্গলে অগ্নিকান্ডে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

শ্রীমঙ্গলে অগ্নিকান্ডে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

শ্রীমঙ্গলে অগ্নিকান্ডে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ৩১ মার্চ, এবিনিউজ : মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের সোনার বাংলা মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সোয়া ১০টার দিকে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

সোনার বাংলা দক্ষিণ রোড ব্যবসায়ী কমিটির সম্পাদক আশরাফুল ইসলাম লিয়াকত ও দপ্তর সম্পাদক নকুল দেবনাথ নান্টু জানান, গতকাল শুক্রবার রাত সোয়া ১০টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। এতে একটি বাসাসহ ৫টি ব্যবসা প্রতিষ্ঠান অগ্নিকান্ডে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

এরমধ্যে একটি তুলার গোডাউন, ভূষিমালের গোডাউন ও পানের আড়ৎ রয়েছে। অগ্নিকান্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ী কমিটি।

শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের লিডার স্বপন লাল চক্রবর্তী জানান, খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস, মৌলভীবাজার ফায়ার সার্ভিস ও কমলগঞ্জ ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। মৌলভীবাজার ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক শফিকুল ইসলাম ভূইয়া উপস্থিত থেকে আগুন নিয়ন্ত্রণের কাজের তদারকি করেন।

অগ্নিকান্ডের খবর পেয়ে রাতেই সাবেক চিফ হুইপ ও স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান রণধীর কুমার দেব, শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া ও শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল ঘটনাস্থল পরিদর্শন করেন।

এবিএন/আতাউর রহমান কাজল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত