![বগুড়ার শেরপুরে বাসন্তি পূর্ণিমার স্নান অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/31/abnews-24_133010.jpg)
শেরপুর (বগুড়া), ৩১ মার্চ, এবিনিউজ: বগুড়ার শেরপুরে বাসন্তি পূর্ণিমা উপলক্ষে খানপুর ইউনিয়নের খাগা রাধা মাধব যুগল আশ্রমের আয়োজনে স্নান লীলা কীর্ত্তন ও ভোগ মহাৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল থেকে আশ্রম প্রাঙ্গন মুখরিত ছিল ভক্ত ও দর্শনার্থীদের পদচারনায়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসেছে ভক্ত ও দর্শনার্থী। দিন ব্যাপী নানা অনুষ্ঠান মালার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয় এই স্নান উৎসব।
এসময় এক আলোচনা সভায় শেরপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক পরিমল দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশ্রম কমিটির সভাপতি শ্যামাপদ দত্ত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ডা: বিপ্লব কুমার বর্মন । স্নান উৎসবের শুভ উদ্বোধন ঘোষনা করেন বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মজিবর রহমান মজনু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান নেতা গোপাল চন্দ্র সিংহ,শেরপুর উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক সংগ্রাম কুন্ডু,অশিনী চন্দ্র রায়,শেরপুর পৌর হিন্দু বৌদ্দ খ্রিষ্টান নেতা সাংবাদিক সৌরভ অধিকারী শুভ,আকাশ ঘোষ, সাধন চন্দ্র শীল, রাজেন্দ্র নাথ গোসাম্বী, প্রমুখ। এসময় জয়পুর হাট থেকে আসা এক পূর্নার্থী শ্রী শ্যামল চন্দ্র মোহন্তর সাথে কথা বললে তিনি জানান, আমি অনেক আগে থেকেই এই স্নান উৎসবে আশি আমাদের ধর্মে আছে পূর্নস্নান করলে পূর্নিলাভ হয়।
এ স্নান উৎসবের সভাপতি শ্যামাপদ দত্তর সাথে কথা বললে তিনি জানান আনেক আগে থেকেই হয়ে আসছে এই উৎসব। কিন্তু কালের বিবর্তনে এই মেলা হারাতে বসেছে তার পূর্ন যৌবন। আগের মত ভক্ত আর দর্শনার্থীদের ভিড় চোখে পরে না। আমি মনে করি সরকারী পৃষ্ঠপোষকতা পেলে ফিরে পাবে আগের যৌবন।
এবিএন/শহিদুল ইসলাম শাওন/জসিম/তোহা