![সিরাজগঞ্জে বাংলাভিশন টিভির এক যুগপূর্তি উদযাপন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/31/abnews-24.b_133014.jpg)
সিরাজগঞ্জ, ৩১ মার্চ, এবিনিউজ: সিরাজগঞ্জে বর্নাঢ্য আয়োজনে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের এক যুগপূর্তি ও ত্রয়োদশ বর্ষে পদার্পণ উদযাপন করা হয়েছে। আজ শনিবার সকালে সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরাম অফিসে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ফেরদৌস রবিন। অনুষ্ঠানে শুভেচ্ছা দূত হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এ্যাড. মোকাদ্দেছ আলী।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পৌরসভার প্যানেল মেয়র হেলাল উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি এস.এম.তফিজ উদ্দিন, রায়গঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম. শাহাদাত হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, বাংলাভিশনের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি হারুন অর রশিদ খান হাসান। সিরাজগঞ্জ টেলিভিশন ফোরামের সাধারণ সম্পাদক ফেরদৌস হাসানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন,
বাংলাভিশন সিরাজগঞ্জ দর্শক ফোরামের সভাপতি ডাঃ আব্দুস সামাদ আজাদ খোকন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, প্রধান উপদেষ্ঠা আলহাজ ফরহাদ হোসেন খান, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, প্রচার সম্পাদক রহমত আলী, সাংস্কৃতিক সম্পাদক দিলীপ গোর, সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফ আহমেদ ইন্না, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, সলংগা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দুলাল উদ্দিন আহমেদ। আলোচনা সভা শেষে কেক কাটা হয় এবং শহরের প্রধান সড়কে আনন্দ র্যালী বের করা হয়।
এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা