![সিরাজগঞ্জে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কর্তৃক কৃষকদের ঋণ প্রদান](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/31/sirajgoang_abnews24 copy_133017.jpg)
সিরাজগঞ্জ, ৩১ মার্চ, এবিনিউজ: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক সিরাজগঞ্জ প্রধান শাখা প্রায় সাড়ে ৬ কোটি টাকা সহজশর্তে ঋণ প্রদান করেছে কৃষকদের। ঝণ প্রদানের লক্ষ্য মাত্রার চেয়ে বেশি এই কৃষি ঋন প্রদান করা হয়েছে। উক্ত ব্যাংকের ম্যানেজার সুকুমার শাহা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, চলতি অর্থ বছরে সংশ্লিষ্ট কৃষকদের মধ্যে ৫কোটি ২৯ লাখ টাকা জণ প্রদানের লক্ষমাত্রা ধার্য করা হলেও ৪৩৬ জন কৃষকদের মধ্যে ৬ কোটি ৪৯ লাখ ৭৪ হাজার টাকা ঝণ প্রদান করা হয়েছে। এসব ঝণের মধ্যে রয়েছে, কৃষি ভিত্তিক শয্য,মৎস্য,প্রাণী সম্পদ, গাভী, ফিস মিল, হাস-মুরগী পালন উল্লেখযোগ্য। সহজশর্তে কৃষকদের মধ্যে এই ঝণ প্রদান করা হয়েছে বলে তিনি দাবি করেন।
এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা