![মেঘনা নদীতে সিমেন্ট বোঝাই কার্গোডুবি](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/31/cargo_133022.jpg)
ঢাকা, ৩১ মার্চ, এবিনিউজ : কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে বরিশালের হিজলা উপজেলার ধুলখোলা মাইট্টা আলাঘাট সংলগ্ন মেঘনা নদীতে ২ হাজার ৭০৪ বস্তা এ্যাঙ্কর সিমেন্ট বোঝাই একটি কার্গোডুবির ঘটনা ঘটেছে।
দুর্ঘটনার পর কার্গোতে থাকা মাস্টারসহ ৪ জন কর্মচারী সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছে। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই উত্তম কুমার দাস জানান, বরিশাল এ্যাঙ্কর সিমেন্ট ফ্যাক্টরি থেকে ২ হাজার ৭০৪ বস্তা সিমেন্ট নিয়ে কার্গোটি পাবনার উদ্দেশে যাচ্ছিল। সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে কার্গোটি হিজলার ধুলখোলা সংলগ্ন উত্তাল মেঘনায় ডুবে যায়।
এ সময় কার্গোতে থাকা মাস্টারসহ ৪ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্পিড বোর্ডে করে কার্গোতে থাকা মাস্টারসহ ৪ জনকে উদ্ধার করে।
এসআই উত্তম কুমার দাস জানান, কার্গো ডুবে যাওয়ার স্থানটি ভাসমান বয়া দিয়ে চিহ্নিত করা হয়েছে। উদ্ধারের জন্য কার্গোর মালিকপক্ষকে জানানো হয়েছে।
এবিএন/জনি/জসিম/জেডি