বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • শিলাবৃষ্টিতে ১৫শ’ বসতবাড়ি ও সাড়ে ৩শ’ হেক্টর ফসলের ক্ষতি

শিলাবৃষ্টিতে ১৫শ’ বসতবাড়ি ও সাড়ে ৩শ’ হেক্টর ফসলের ক্ষতি

শিলাবৃষ্টিতে ১৫শ’ বসতবাড়ি ও সাড়ে ৩শ’ হেক্টর ফসলের ক্ষতি

লালমনিরহাট, ৩১ মার্চ, এবিনিউজ : লালমনিরহাটের হাতীবান্ধায় গতকাল শুক্রবার স্বরণকালের ভয়াবহ শিলাবৃষ্টিতে ১৫শ’ বসত বাড়ি ও সাড়ে ৩শ’ হেক্টর জমির উঠতি ফসল ক্ষতিগ্রস্থ হয়েছে। হাতীবান্ধার ইউএনও আমিনুল ইসলাম আজ শনিবার বিকেলে সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে হাতীবান্ধা উপজেলার ১২টি ইউনিয়নে ও পাটগ্রাম উপজেলার ১টি ইউনিয়নের উপর দিয়ে শিলা বৃষ্টির সাথে ঝড় হয়েছে। এতে হাতীবান্ধা উপজেলার অসংখ্য টিনের তৈরী বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার গুলো খোলা আকাশের নিচে কষ্টে দিন যাপন করছে। শিলা বৃষ্টিতে বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

হাতীবান্ধার ইউএনও আমিনুল ইসলাম জানান, শিলাবৃষ্টি ও ঝড়ে ১৫ শত টিনের তৈরী বসত-বাড়ি, ৩ শত ১০ হেক্টর ভুট্টা, ১৫ হেক্টর ইরি-বোরো, ৭ হেক্টর সবজি ও ৫ হেক্টর বাদামের ক্ষেত আক্রমন হয়েছে।

লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ জানান, ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর তালিকা মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। বরাদ্দ এলেই পুর্নবাসন করা হবে।

এবিএন/আসাদুজ্জামান সাজু/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত