![গোপালপুরে দুপ্রকের উদ্যোগে মানববন্ধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/31/duprok_abnews_133025.jpg)
গোপালপুর (টাঙ্গাইল), ৩১ মার্চ, এবিনিউজ : ‘বন্ধ হলে দুর্নীতি, উন্নয়নে আসবে গতি’ প্রতিপাদ্যে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) টাঙ্গাইলের গোপালপুর উপজেলা শাখার আয়োজনে আজ শনিবার মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আবদুল লতিফের নেতৃত্বে সূতী ভি এম পাইলট মডেল স্কুলের সামনে সকাল ১১টায় আধ ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে, সংগঠনের সাধারণ সম্পাদক হাজী শামছুল হক, সদস্য বীরমুক্তিযোদ্ধা তোরাপ আলী শিকদার, হাজী বদিউজ্জামান শিকদার বাদল, সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক এ কিউ রাসেলসহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এবং শিক্ষার্থীর অংশ গ্রহণ করে।
এবিএন/এ কিউ রাসেল/জসিম/এমসি