বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • শিক্ষাঙ্গন
  • ইবি ভিসির সাথে ওকায়ামা বিশ্ববিদ্যালয়ের ভিসির ভিডিও কনফারেন্স

ইবি ভিসির সাথে ওকায়ামা বিশ্ববিদ্যালয়ের ভিসির ভিডিও কনফারেন্স

ইবি ভিসির সাথে ওকায়ামা বিশ্ববিদ্যালয়ের ভিসির ভিডিও কনফারেন্স

ইবি (কুষ্টিয়া), ৩১ মার্চ, এবিনিউজ : কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় এবং জাপানের ওকায়ামা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১১ টায় প্রশাসন ভবনে উপাচার্যের কার্যলয়ে এ ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী এবং ওকায়ামা বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ড. ইয়াছুনুবুর পক্ষে অধ্যাপক হিরোকি হামাদা ভিডিও কনফারেন্সে অংশ নেন। এই কনফারেন্স এর মাধ্যমে শিক্ষা বৃত্তি, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়সহ বিভিন্ন বিষয়ের সমযোতা চুক্তির প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

এসময় সেখানে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, ফলিত বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মমতাজুল ইসলাম, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নেছার উদ্দিন, আইন ও শরীয়াহ অনুষদের ডিন অধ্যাপক ড. রেবা মন্ডল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, আইআইইআর এর পরিচালক অধ্যাপক ড. মেহের আলী, কম্পিউটার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন, সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, রেজিষ্ট্রার এস এম আব্দুল লতিফ, ইবি প্রেস ক্লাবের সভাপতি ইকবাল হোসাইন রুদ্র, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুলাহ আল ফারুকসহ জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা চুক্তির বিষয়ে দশ দিনের জাপান সফরে রয়েছেন। ভিডিও কনফারেন্স কালে তিনি ওকায়ামা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছিলেন। এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেন, ‘এই ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিকীকরণের পথে আরো এক ধাপ এগিয়ে গেল। আগামী মাসে এই সমঝোতা চুক্তির চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন হবে।’

এবিএন/অনি আতিকুর রহমান/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত