![সিরাজগঞ্জে চাকরী দেয়ার নামে অর্থ আদায়ের অভিযোগ: গ্রেফতার ৩](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/31/abnews-24.bbbbb_133034.jpg)
সিরাজগঞ্জ, ৩১ মার্চ, এবিনিউজ : সিরাজগঞ্জে উল্লাপাড়ায় সেনা বাহিনি ও পুলিশের চাকরী দেয়ার নামে বিপুল অর্থ আদায়ের অভিযোগে ৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন, উল্লাপাড়া উপজেলার ঘাটিনা গ্রামের মৃত আজিজল হকের ছেলে আবুশামা (৪০), সলক কাশিমপুর গ্রামের মৃত ঈমান আলীর ছেলে আব্দুল মজিদ (৫০), ও বজরাপুর গ্রামের ওসমান প্রামাণিকের ছেলে পলাশ মিয়া (২২)।
উল্লাপাড়া মডেল থানার ওসি কউশিক আহম্মেদ জানান, গ্রেফতারকৃত চক্রটি দীর্ঘদিন ধরে এলাকার নিরহ পরিবারের লোকজনকে সেনাবাহিনি ও পুলিশের চাকরি দেয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। এ অভিযোগে গতকাল শুক্রবার সন্ধায় এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে স্বাক্ষরিত সাদা স্ট্র্যম্প ও বিভিন্ন ব্যাংকের চেক বই উদ্ধার করা হয়। এ ব্যপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা