শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • গফরগাঁওয়ে মদ পান করে প্রকাশ্যে মাতলামি: সাবেক কাউন্সিলর আটক

গফরগাঁওয়ে মদ পান করে প্রকাশ্যে মাতলামি: সাবেক কাউন্সিলর আটক

গফরগাঁওয়ে মদ পান করে প্রকাশ্যে মাতলামি: সাবেক কাউন্সিলর আটক

গফরগাঁও (ময়মনসিংহ), ৩১ মার্চ, এবিনিউজ : ময়মনসিংহের গফরগাঁওয়ে মদ পান প্রকাশ্যে জনবহুল এলাকায় মাতলামী করার অপরাধে হারুন অর রশিদ ওরফে হারুন কাজী(৪০)কে আটক করেছে গফরগাঁও থানা পুলিশ।ঘটনাটি ঘটে গতকাল শুত্রুবার সন্ধ্যায় পৌর শহরের ভুমি অফিস সংল্গন এলাকায় । হারুন কাজী গফরগাঁও পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলার ও জন্মেজয় গ্রামের মৃত আক্কাস কাজীর ছেলে। আজ শনিবার সকালে হারুন কাজীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।

এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, গফরগাঁও পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলার হারুন অর রশিদ ওরফে হারুন কাজী গত শুক্রবার সন্ধায় পৌর শহরের ভুমি অফিস সংল্গন (কাঁচারী রোড) এলাকায় দেশীয় মদ পান করে প্রকাশ্যে জনবহুল এলাকায় মাতলামি করে মানুষের মাঝে আতংক সৃষ্টি করে। পরে খবর পেয়ে গফরগাঁও থানার এস আই সাইফুল ইসলাম ও এস আই আহসান হাবিব ঘটনাস্থল থেকে হারুন কাজীকে আটক করে থানায় ।

গফরগাঁও থানার এস আই সাইফুল ইসলাম বলেন ,মদ পান করে পৌর এলাকায় মাতলামি করার অপরাদে হারুন কাজীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এবিএন/নাজমুল হক বিপ্লব/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত