![কবি আবদুল হাই মাশরেকীর ৯৯তম জন্মজয়ন্তী আগামীকাল](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/31/abnews-24.bbbbbb_133040.jpg)
ময়মনসিংহ, ৩১ মার্চ, এবিনিউজ : এদেশের খেটে খাওয়া দারিদ্র-ক্লিষ্ট জনগোষ্ঠীর আশা-আকাক্সক্ষার, সুখ-দুঃখের, জীবন জাগরণের রূপকার, মাটি ও মানুষের কবি আবদুল হাই মাশরেকীর ৯৯ তম জন্মজয়ন্তী আগামীকাল। এ উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় কবি আবদুল হাই মাশরেকী জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি ওইদিন কবির মাজারে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ-মাহফিল ও দোয়া আয়োজন করেছে।
এছাড়া আগামী ২১ এপ্রিল থেকে ২৩ এপ্রিল ২০১৮ পর্যন্ত ঈশ্বরগঞ্জ উপজেলায় কবি আবদুল হাই মাশরেকী ওপর জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা, কবির লেখা নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ ‘মাশরেকী লোকজ মেলা ও কবি সম্মেলন’ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে উদযাপন কমিটি। কবি আবদুল হাই মাশরেকী জন্মশতবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে প্রকাশিত হতে যাচ্ছে, কবির কাব্যগ্রন্থ, গল্পগ্রন্থ, সঙ্গীতগ্রন্থ, ও সিডি। এই তিনদিনের অনুষ্ঠানে কবি আবদুল হাই মাশরেকীর সাহিত্যকর্ম, জীবন-দর্শন নিয়ে আলোচনা করবেন দেশের কবি -সাহিত্যিক, বুদ্ধিজীবীগণ। তিনদিনব্যাপী ‘মাশরেকী লোকজ মেলা’য় অনুষ্ঠানে পরিবেশিত হবে কবির রচিত কবিতা আবৃত্তি, কাব্যনৃত্য, পালানৃত্য, আধুনিক ও পল্লীগীতি, ও ‘স্বাধীনতার জারী’।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইসিটি বিভাগের সচিব সুবীর কিশোর চৌধুরী। বক্তা হিসেবে থাকবেন কবি নির্মলেন্দু গুণ, কবি নূরুল হুদা, প্রাবন্ধিক ও গবেষক যতীন সরকার, কবি মুশাররাফ করিম, শংকর সাঁওজাল, কবি আমিনুর রহমান সুলতান, কবি আসলাম সানি, কবি সোহরাব পাশা, কবি মাহবুব আলম, ছড়াকার এম আর মঞ্জু প্রমূখ। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন দেশের খ্যাতিমান শিল্পীবৃন্দ।
১৯৮৮ সালে ৪ ডিসেম্বর কবি আবদুল হাই মাশরেকী নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। ১৯০৯ সালে এই দিনে কবি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জে মাতুতালয়ে কাঁকন হাটি গ্রামে জন্মগ্রহণ করেন।
উল্লেথ্য, মাটি ও মানুষের কবি আবদুল হাই মাশরেকীর জন্মশতবর্ষ উৎসব পালনের জন্য ২১ মার্চ ২০১৮ তারিখ ১০১ সদস্য বিশিষ্ট উদযাপন কমিটি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় গঠন করা হয়েছে।
কবি সোহরাব পাশার সভাপতিত্বে কবি মাহবুব আলমকে জন্মশতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক ও আয়কর আইনজীবি আজিজুল হাই সোহাগকে সদস্য সচিব করে ২১ এপ্রিল ২০১৮ থেকে ২৩ এপ্রিল ২০১৮ তিনদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভাসহ ‘মাশরেকী লোকজ মেলা ও কবি সম্মেলন’ করার সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এলিশ শারমিন। এসময় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মাহফুজুল আলম, কবি আশিক সালাম, অধ্যক্ষ নূরুল হক, কবি নাজমা মোমতাজ, সাংবাদিক আবুল কালাম, সাংবাদিক সেলিম মন্ডল, প্রধান শিক্ষক গোলাম মোস্তাফা, অধ্যক্ষ মেসবাহ উদ্দিন, শিক্ষক ওমর ফারুক, কবি রামু সাহা, সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল কাদের ভূঁইয়া, কণ্ঠশিল্পী মিন্টু দেবনাথ, শফিকুল হক মিন্টু, মেম্বার মুজিবুর রহমান, মোশাররাফ হোসেন রতন প্রমূখ।
এবিএন/উজ্জ্বল/জসিম/তোহা