শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

সুন্দরগঞ্জে শতভাগ মিড-ডে মিল চালুর ঘোষণা

সুন্দরগঞ্জে শতভাগ মিড-ডে মিল চালুর ঘোষণা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা), ৩১ মার্চ, এবিনিউজ : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শতভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মিড-ডে মিল চালুর করার ঘোষণা দেয়া হয়েছে। আজ শনিবার সরকারি শহীদ মিনার প্রাথমিক বিদ্যালয় হলরুমে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এসএম গোলাম কিবরিয়া। অনান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার খায়রুল ইসলাম, প্রধান শিক্ষক রওশন আলম প্রমুখ। উপজেলার ২’শ ৫০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সকল প্রধান শিক্ষকদের উপস্থিতিতে ৬৭ হাজার ৭’শ ৫০ জন শিক্ষার্থীদের হাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে টিফিন বক্স পৌছে যাওয়ার তথ্য নিশ্চিত হয়ে শতভাগ শিক্ষার্থীদের মাঝে মিড-ডে মিল চালুর ঘোষণা দেন প্রধান অতিথি।

এবিএন/শাহ মো. রেদওয়ানুর রহমান/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত