শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

রাণীনগরে মা সমাবেশ অনুষ্ঠিত

রাণীনগরে মা সমাবেশ অনুষ্ঠিত

রাণীনগর (নওগাঁ), ৩১ মার্চ, এবিনিউজ : নওগাঁর রাণীনগরে কুজাইল বালিকা উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অত্র বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ও গোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসনাত খান হাসান’র সভাপতিত্বে অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা পরিষদের সদস্য ও কাশিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান।

বক্তব্যকালে তিনি বলেন, একটি শিক্ষিত জাতি গড়তে হলে ছেলে-মেয়েদের পিছনে মায়ের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। একজন শিক্ষার্থীকে সুশিক্ষায় শিক্ষিত করতে হলে স্কুল ও শিক্ষকদের প্রতি পুরোপুরি নির্ভরশীল হওয়া যাবে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্তানদের প্রতি মায়েদের সুনজর রাখতে হবে। সন্তানকে ভাল মত শিক্ষিত করতে হলে শিক্ষকদের পাশাপাশি পিতা-মাতা সহ সকল অভিভাবকদের দ্বায়িত্ববান হতে হবে। সমাজ থেকে বাল্য বিবাহ, ইভটিজিং ও মাদক মুক্ত করতে মায়েদের ভুমিকা অপরিসীম।

অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছনিয়া ইসলাম, কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকলেছুর রহমান বাবু, কুজাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রাব্বেল হোসেন, সহকারি শিক্ষক মো: সবুর হোসেন, মো. আলী হোসেন, মোছা. আম্বিয়া খাতুন, পরিচালনা পরিষদের সদস্য এজনুর রহমান প্রমুখ।

এবিএন/এ বাশার (চঞ্চল)/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত