![‘সন্ত্রাসমুক্ত সমৃদ্ধশালী দেশ গড়তে শেখ হাসিনার নেতৃতে এগিয়ে যাচ্ছে দেশ ’](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/31/abnews-24.bbbbbbbbbb_133049.jpg)
দেবহাটা (সাতক্ষীরা), ৩১ মার্চ, এবিনিউজ : স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ আসাদুজ্জামান খাঁন কামাল এমপি বলেছেন, জঙ্গি ও সন্ত্রাসমুক্ত একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ শক্তিশালী ও উন্নয়নের মহাসড়কে উন্নীত হচ্ছে। সাতক্ষীরার ২০১৩ সালের চিত্র তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাতক্ষীরা এখন আকর্ষনীয় ও আইনশৃঙ্খলার দিক থেকে অনেক ভাল অবস্থায় আছে।
দেশের ১০১ টি জরাজীর্ন থানাকে নতুন ভবন তৈরীর কাজের কথা উল্লেখ করে স্বরাস্ত্রমন্ত্রী বলেন, এই থানার ভবনগুলোর কাজ প্রধানমন্ত্রী নিজে তদারকী করেছেন। আগামী ৫০ বছর পরে এর সুফলও আমাদের ভবিষ্যৎ প্রজন্ম পাবে। তিনি বলেন, ১০ বছর আগের পুলিশ আর এখনকার পুলিশ এক নয়। এখন পুলিশ অনেক আধুনিক ও উন্নত। জঙ্গীবাদ নির্মূলে আমরা সফল বলেই বাংলাদেশ এখন নিরাপদ। পুলিশকে আরো আধুনিক ও দক্ষ করতে বর্তমান সরকার কাজ করছে তিনি জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেবহাটা যে আলোকিত মানুষ তৈরী করতে তা আজ প্রমানিত। দেবহাটার অনেক নামী মানুষ আছে বলে তিনি জানান। গত বছরে ৩০ হাজার পুলিশ নিয়োগ দেয়া হয়েছিল এবং এবছর আরো ৫০ হাজার পুলিশ নিয়োগ দেয়া হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন। আজ শনিবার সকাল সাড়ে ১১ টায় সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে দেবহাটা হাইস্কুল সম্মুখে স্থানীয় সুধীজনের সাথে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখাকালে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখিত কথাগুলো বলেন। তিনি সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূল করে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। সুধী সমাবেশে সভাপতিত্ব করবেন সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে অধ্যাপক ডাঃ রুহুল হক এমপি, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি এমপি, এস.এম জগলুল জগলুল হায়দার এমপি, এ্যাডঃ মোস্তফা লুৎফুল্লাহ এমপি, মিসেস রিফাত আমিন এমপি, খুলনা রেজ্ঞ ডিআইজি দিদার আহম্মদ বিপিএম, খুলনা কেএমপির কমিশনার হুমায়ুন কবীর পিপিএম, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন, জেলা আ.লীগের সভাপতি আলহাজ¦ মুনসুর আহম্মেদ ও জেলা আঃলীগের সাধারন সম্পাদক জেলা পরিষদ প্রশাসক আলহাজ নজরুল ইসলাম।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী ৬ কোটি ৩৮ লক্ষ ২০ হাজার ৯ শত ১৬ টাকা ব্যয়ে দেবহাটা থানার নতুন ভবন উদ্বোধন করেন। মতবিনিময় শেষে তিনি নলতা যেয়ে খাঁন বাহাদুর আহছানউল্লাহ (রঃ) মাজার জিয়ারত করেন এবং সেখানে দুপুরে মধ্যহ্নভোজ করে দেবহাটা উপজেলার দেবীশহর মাঠে উপজেলা আ.লীগ আয়োজিত এক জনসভায় অংশগ্রহন করেন। এখানে সমাবেশে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা আঃলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান। উল্লেখ্য, বৃটিশ শাসনামলে তৈরী দেবহাটা থানার পূর্বের ভবনটি জরাজীর্ন হওয়ার কারনে গত ইং ২০১৪ সালে ঐ ভবনটি সংশ্লিষ্ট মন্ত্রনালয় থেকে বিক্রি করে দেয়া হয়।
এবিএন/আর.কে.বাপ্পা/জসিম/তোহা