শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • অভয়নগরে বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রীসহ নিহত ২, আহত ১

অভয়নগরে বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রীসহ নিহত ২, আহত ১

অভয়নগরে বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রীসহ নিহত ২, আহত ১

অভয়নগর (যশোর), ৩১ মার্চ, এবিনিউজ : অভয়নগরে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রী ও এক পথচারী মহিলার মৃত্যু হয়েছে। এ সময় অপর এক কলেজ ছাত্রী গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

গতকাল শুক্রবার আনুমানিক সন্ধ্যা ৭টায় উপজেলার প্রেমবাগ ইউনিয়নের শাহিদা ফিলিং স্টেশনের সামনের যশোর-খুলনা মহাসড়কে ফুটপাতের উপর এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সন্ধ্যায় বিদ্যুৎ চলে গেলে কালবৈশাখির দমকা হাওয়ায় মহাসড়কের পার্শ্বের একটি গাছের ডাল হাইভোল্টেজ লাইনের উপর ভেঙে পড়ে। বিদ্যুৎ চালু হওয়া মাত্র হ্ইাভোল্টেজ লাইনের তারে জড়িয়ে থাকা ডালে অগ্নিসংযোগ ঘটে তার ছিড়ে যায়। ছেড়া তার ফুটপাতে হেটে যাওয়া প্রেমবাগ গ্রামের মোস্তাহার শেখের মেয়ে সিঙ্গিয়া আদর্শ কলেজের ছাত্রী লাইজুকে (১৯) স্পৃষ্ট করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ সময় লাইজুর পাশে থাকা সহপাঠী বান্ধবী ঐশি ও পথচারী ফাতেমা বেগম বিদ্যুৎস্পৃষ্টে মারাত্মক আহত হয়। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সদস্যরা আহত দু’জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। রাতে দু’জনের শারীরিক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ১০টায় ফাতেমা বেগমের মৃত্যু হয়।

নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছেড়া তারে জড়িয়ে ঘটনাস্থলে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত পথচারী মহিলা খুলনা মেডকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

এছাড়া অপর আহত কলেজ ছাত্রীর চিকিৎসা চলছে।

এবিএন/সেলিম হোসেন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত