
মদন (নেত্রকোনা), ৩১ মার্চ, এবিনিউজ : বাড়ির সীমানা নিয়ে তর্কবির্তকের জের ধরে নেত্রকোনার মদনে সংঘর্ষে দুই নারী আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আহত অবস্থায় তহুরা(৪০) ও নেহেরা (৩৬) কে মদন হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলার নায়েকপুর ইউনিয়নের আখাশ্রী গ্রামে শনিবার এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, আখাশ্রী গ্রামের আব্দুস সালামের সাথে পাশের বাড়ির হাবিবুরের বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।
সম্প্রতি হাবিবুর তার বাড়ির সীমানায় বাশঁরে খুটি পুতে বেড়া দিলে শনিবার সালাম ও তার বউ হোসনা ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে প্রতিপক্ষের উপর হামলা চালায়। এতে দুই নারী আহত হয়। লোকজন তাদেরকে মদন হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে মদন থানার ওসি মো. শওকত আলী জানান, সংঘর্ষের ঘটনার খবর পেয়েছি, রোগীরা হাসপাতালে আছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এবিএন/তোফাজ্জল হোসেন/জসিম/তোহা