![আদমদীঘি উপজেলা কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/31/sova_abnews_133058.jpg)
আদমদীঘি (বগুড়া), ৩১ মার্চ, এবিনিউজ : আজ শনিবার দুপুরে বগুড়ার আদমদীঘি উপজেলা কৃষকলীগের এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সান্তাহারস্থ দলীয় কার্যালয়ে উপজেলা কৃষকলীগের সভাপতি হারুনুর রশিদ সোহেল সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খাঁন রাজু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা কৃষকলীগের সভাপতি আলমগীর বাদশা, সাধারন সম্পাদক মঞ্জুরুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু রেজা খাঁন, যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান চম্পা, সান্তাহার পৌর আওয়ামীগের সভাপতি আবুল কাশেম, জেলা কৃষকলীগের সহ-সভাপতি আনোয়ার পারভেজ বাবু, আবু বক্কর সিদ্দিক, যুগ্ম-সম্পাদক শাহিন কাজী, বকুল হোসেন ও আদমদীঘি সদর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আনোয়ার হোসাইন প্রমুখ।
বর্ধিত সভায় বহিষ্কৃত উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক আঙ্গুরের আদেশ প্রত্যাহার করা হয়।
এবিএন/আনোয়ার হোসাইন/জসিম/এমসি