বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

ধুনটে বাড়ির আঙিনায় গাঁজার গাছ রোপন, গ্রেফতার ১

ধুনটে বাড়ির আঙিনায় গাঁজার গাছ রোপন, গ্রেফতার ১

ধুনট (বগুড়া), ৩১ মার্চ, এবিনিউজ : বগুড়ার ধুনট থানা পুলিশ অভিযান চালিয়ে দেড় কেজি ওজনের গাঁজার গাছসহ রফিকুল ইসলাম (২৫) নামের এক গাঁজা চাষিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত রফিকুল ইসলাম কালেরপাড়া গ্রামের হাফিজার রহমানের ছেলে।

ধুনট থানার এসআই মইনুদ্দিন জানান, রফিকুল ইসলাম তার বাড়ীর আঙ্গিনায় গাঁজার গাছ রোপন করে দীর্ঘদিন যাবত পরিচর্যা করে আসছিল।

আজ শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেড় কেজি ওজনের গাঁজার গাছসহ তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

এবিএন/ইমরান হোসেন ইমন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত