![ধুনটে দু’পক্ষের সংর্ঘষে আহত ৪](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/31/hamla_abenws_133063.jpg)
ধুনট (বগুড়া), ৩১ মার্চ, এবিনিউজ : বগুড়ার ধুনটে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংর্ঘষে ৪ জন আহত হয়েছে। আহতদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলো- উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের বাকশাপাড়া গ্রামের গোলাম রব্বানীর ছেলে মোফাজ্জল হোসেন (২৪), তার স্ত্রী শাহার বানু (৪০), মৃত আব্দুল বেপারীর ছেলে গোলজার হোসেন (৬৫) ও একই গ্রামের মৃত কোরবান আলীর ছেলে শাহাজাহান আলী (৫০)। আহতদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় আজ শনিবার উভয়পক্ষ থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের বাকশা পাড়া মধ্য পাড়া গ্রামের গোলাম রব্বানীর বাড়ির সীমানা নিয়ে প্রতিবেশি শাহজাহান আলীর দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল।
গতকাল শুক্রবার বিকেল ৫টায় গোলাম রব্বানী তার বাড়ীর সীমানায় টিনের বেড়া দিয়ে ঘিরে রাখে। এতে প্রতিবেশি শাহজাহান আলী ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে গোলাম রব্বানীর বসতবাড়ীতে হামলা চালিয়ে টিনের বেড়া ভাংচুর করতে থাকে। এসময় গোলাম রব্বানী ও তার পরিবারের লোকজন তাদেরকে বাঁধা দিতে গেলে উভয়পক্ষের মধ্যে সংর্ঘষ বাধে। এতে উভয়পক্ষের ৪ জন আহত হয়েছে।
গোলাম রব্বানীর ভাতিজা সাইদুজ্জামান নোমান বলেন, পূর্ব বিরোধের জের ধরে শাহজাহান আলী, আবু শহিদ, চপল মিয়া, লিখন মিয়াসহ ৬/৭জন হামলা চালিয়ে টিনের বেড়া ভাংচুর করে গোলাম রব্বানীর ছেলে মোফাজ্জল হোসেনের মাথা ফাটিয়ে আহত করেছে।
এসময় প্রতিপক্ষরা মোফাজ্জল হোসেনের মা শাহার বানু ও তার চাচা গোলজার হোসেনকেও পিটিয়ে আহত করে।
তবে শাহজাহান আলী বলেন, তারাই আমার বাড়ীতে হামলা চালিয়ে আমাকে মারধর করেছে।
ধুনট থানার এসআই শাহীন জানান, এ বিষয়ে দু’পক্ষই পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দায়ের করেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এবিএন/ইমরান হোসেন ইমন/জসিম/এমসি