![বোদায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/31/boda_133064.jpg)
বোদা (পঞ্চগড়), ৩১ মার্চ, এবিনিউজ : পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী বিএল উচ্চ বিদ্যালয়ে আজ শনিবার ইউনিছেফ এর সহযোগিতায় বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও এর আয়োজনে কৈশোর অগ্রদুত বেতার শ্রোতাক্লাবের কুইন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পঞ্চগড় জর্জ কোটের পিপি এ্যাড. আমিনুর রহমান।
বিদ্যালয়েল প্রধান শিক্ষক শাহিন হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঠাকুরগাঁও বেতার কেন্দ্রের সহকারী পরিচালক মো. জহুরুল ইসলাম, সবুজ কুমার গুপ্ত।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ঠাকুরগাঁও বেতারের উপস্থাপক ড. সোলায়মান বাবু।
কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে ডিজিটাল রেডিও দুরন্ত পুরস্কার প্রদান করা হয়।
এবিএন/লিহাজ উদ্দীন মানিক/জসিম/এমসি