রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo

কাউখালী থানার নবাগত ওসির সাথে মতবিনিময় সভা

কাউখালী থানার নবাগত ওসির সাথে মতবিনিময় সভা

কাউখালী (পিরোজপুর), ৩১ মার্চ, এবিনিউজ : পিরোজপুরের কাউখালী থানার নবাগত ওসি মো. কামরুজ্জামান তালুকদারের সাথে রাজনৈতিক, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিকেল ৫টায় কাউখালী থানার সার্ভিস ডেলিভারী সেন্টারে থানার অফিসার ইনর্চাজ মোঃ কামরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে এ মতবিনিয়ম সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় ওসি কামরুজ্জামান জানান, কমিউনিটি পুলিশিং, ইভটিজিং, মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস প্রতিরোধ আইন শৃংখলা বিষয়ের পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল শ্রেণিপেশার জনগনের সহযোগিতা কামনা করেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. দেলোয়ার হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পল্টন, সাংগঠনিক সম্পাদক সুনীল কুন্ডু, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এডভোকেট আব্দুল আউয়াল, ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ খান খোকন, ইউপি চেয়ারম্যান আবু সাঈদ মনু মিঞা, জেলা পরিষদ সদস্য শাহাজাদি রেবেকা শাহিন চৈতী, জাতীয় পার্টি জেপি’র সাধারণ সম্পাদক শাহ আলম নসু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মৃদুল আহম্মেদ সুমন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন কাউখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাবেক সভাপতি কামরুজ্জামানা খান, সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ছায়ফুল্লাহ মনির, কোষাধ্যক্ষ গাজী আনোয়ার, সাংবাদিক হাসান হাফিজুর রহমান বাদল, হাফেজ মাছুম বিল্লাহ, এনামুল হক, মোঃ মৃদুল আহম্মেদ সুমনসহ সকল সাংবাদিকবৃন্দ।

এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত