
নন্দীগ্রাম (বগুড়া), ৩১ মার্চ, এবিনিউজ : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা ট্রাক মালিক সমিতির শাখা অফিসের উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার বিকেল ৫টায় স্থানীয় বাসষ্ট্যান্ডে এলাকায় মজিবর রহমান সুপার মার্কেটে এ শাখা অফিসের উদ্বোধন করেন, বগুড়া জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান আকন্দ।
পরে উপজেলা ট্রাক মালিক সমিতির সভাপিত আলহাজ্ব মোখলেছুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহাবুবুর রহমানে সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নন্দীগ্রাম সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মতিন।
এসময় অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন- আন্তজেলা শ্রমিক ইউনিয়নে সভাপতি আব্দুল মান্নান মন্ডল, বগুড়া জেলা পিকআপ মালিক সমিতির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বুলবুল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, কুন্দার হাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাজল কুমার নন্দী, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি আলী রেজা মারুফ বাবু প্রমুখ।
এবিএন/অদ্বৈত কুমার আকাশ/জসিম/এমসি