![ঝিকরগাছায় সাবেক মন্ত্রী রফিকুল ইসলামের গণসংযোগ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/31/rafiqul_abnews_133072.jpg)
ঝিনাইদহ, ৩১ মার্চ, এবিনিউজ : সাবেক বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম ঝিকরগাছায় গণসংযোগ করেছেন।
আজ শনিবার দিনব্যাপী উপজেলার নির্বাস খোলা ইউনিয়নের বিভিন্ন গ্রামে তিনি এ গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি ওই ইউনিয়নের আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময়, অসুস্থ্য নেতাকর্মীদের খোঁজ-খবর নেয়া, এলাকার গণ্যমান্যদের সাথে কুশল বিনিময়সহ পুলিশ ক্যাম্প ও বিভিন্ন স্কুল কলেজ পরিদর্শন করেন।
সকালে নওয়ালী মোড়ল গোষ্ঠীর পারিবারিক কবর জিয়ারতের মধ্যে দিয়ে তিনি গণসংযোগ শুরু করেন। এরপর তিনি বল্লা বিএনকে মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনসহ শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় শেষে কানাইরালী মোড়ে স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে মতবিনিময় করেন।
এছাড়া সাবেক এ মন্ত্রী শিওরদাহ পুলিশ ক্যাম্প পরিদর্শন, আশিংড়ি গ্রামে কবর জিয়ারত, আশিংড়ি এনডি আদর্শ নি¤œ মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন, রিয়াদ আলী মোড়, রাজার ডুমুরিয়া বাজার, নির্বাস খোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খালেক মাস্টারের সাথে সাক্ষাৎ, মাটি কোমরা-নির্বাসখোলা স্কুল এন্ড কলেজের শিক্ষক ও ছাত্র ছাত্রীদের সাথে কুলশ বিনিময়, খরুষা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন, বেড়া রুবানী গ্রামের সাবেক সহ-সভাপতি অসুস্থ নেমাই কে দেখতে যান এবং তার শরীরের খোঁজ খবর নেন।
গণসংযোগের সময় ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মোর্তুজা ইসলাম বাবু, আওয়ামী লীগ নেতা হযরত আলী, ইয়াকুল আলী, দাউদ হোসেন, ইদ্রিস আলী, যুবলীগ নেতা শুকুর আলী, আব্দুর রহমান, ছাত্রলীগ নেতা শামীম রেজা, বিশিষ্ট ব্যবাসায়ী নাসরুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।
এবিএন/যবনিকা/জসিম/এমসি