![গোবিন্দগঞ্জে আ.লীগের প্রাথমিক সদস্য নবায়ন ও সংগ্রহ অভিযান](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/31/sova_abnews_133077.jpg)
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা), ৩১ মার্চ, এবিনিউজ : গাইবান্ধার গোবিন্দগঞ্জ বাংলাদেশ আওয়ামী লীগ কোচাশহর ইউনিয়ন শাখার সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাননীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের নেতা মোহাম্মদ হোসেন ফকু, উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকারিয়া ইসলাম জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক ও মহিমাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, সাংগঠনিক সম্পাদক আ র ম শরিফুল ইসলাম জর্জ, কোচাশহর ইউপির সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডল।
এছাড়াও আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
এদিকে জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ সকালে উপজেলা চত্বর ১০টি মসজিদ ও ২টি মন্দির সংস্কারও উন্নয়নের জন্য কমিটির হাতে ২০ হাজার করে মোট ২লক্ষ ৪০ হাজার টাকার চেক প্রদান করেন।
চেক বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শীলাব্রত কর্মকারসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ।
এছাড়াও তিনি কোচাশহর ইউনিয়নে শোলাগাড়ী গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন করেছেন। এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতা কর্মীরা।
এবিএন/তাজুল ইসলাম প্রধান/জসিম/এমসি