শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • খোকসায় কালবৈশাখী তান্ডব ও শীলা বৃষ্টিতে ব্যাপক ক্ষয় ক্ষতি

খোকসায় কালবৈশাখী তান্ডব ও শীলা বৃষ্টিতে ব্যাপক ক্ষয় ক্ষতি

খোকসায় কালবৈশাখী  তান্ডব ও শীলা বৃষ্টিতে ব্যাপক ক্ষয় ক্ষতি

খোকসা (কুষ্টিযা),৩১ মার্চ, এবিনিউজ : গতকাল শুক্রবার বিকাল ও আজ শনিবার ভোর রাতে কাল বৈশাখী তান্ডব ও প্রচন্ড শীলা বৃষ্টিতে কুষ্টিয়ার খোকসা উপজেলায় জান মালের ব্যাপক ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়াগেছে।

খোকসা উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তর থেকে জানা গেছে উপজেলার শোমসপুর, গোপগ্রাম, জয়ন্তীহাজরা ও আমবাড়ীয়া ইউনিয়নের উপর দিয়ে গতকাল শুক্রবার বিকালে ও আজ শনিবার ভোর রাতে দু’দফা কালবৈশাখী তান্ডব ও প্রচন্ড শলী বৃষ্টিতে আধাপাকা ও টিনের ঘরবাড়ী সহ উঠতি ফসল পিয়াজ, গম, ধান, কলা ও আমের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা বিষ্ণু পদ সাহা জানান ৪ ইউনিয়নে প্রাথমিক ভাবে জানাগেছে কৃষিতে শীলা বৃষ্টির কারণে বোরো ধান ১২০ হক্টর, পিয়াজ ১০৫ হেক্টর, গম ৭০হেক্টর, পিয়াজের ফুল (কদম) ২০হেক্টর, কলা ৭০হেক্টর সবজি ১৭ হেক্টর, আম ১৫ হেক্টর ও লিচু ৪ হেক্টর জমির ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এক্ষয়ক্ষতির পরিমান আরো বৃদ্ধি হতে পারে বলে আশংকা করা হচ্ছে বলে তিনি জানান। এদিকে আজ শনিবার বিকালে উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ নূর-এ-আলম সরেজমিনে পরিদর্শনে দু’দফা বৈশাখী তান্ডবের ক্ষতিগ্রস্থ গ্রামের পরিবারদের।

এসময় তিনি উঠতি ফসলী ও কৃষকের বিভিন্ন ফসলের অবস্থা সচক্ষে অবলকন করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন জয়ন্তীহাজরা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা।

উপস্থিত স্থানীয় সাংবাদিকদের তিনি জানান, তদন্তকরে সঠিক ক্ষয়ক্ষতি নিরপন করে পরবর্তীতে আপনাদেরকে জানানো হবে।

অপরদিকে বৈশাখী তান্ডব ও শীলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ ঘর হারা আমবাড়ীয়া ইউনিয়নের পদ্মার চর এলাকার রিয়াজ উদ্দিন বিশ্বাস জানান প্রথম দফায় শীলাবৃষ্টিতে ঘরবাড়ী তছনছ হয়ে যায়। ছেলে-মেয়েদের ঘরের এক কোনায় জড়োষড়ো হয়ে বসে থাকলেও দ্বিতীয় দফায় ভোর রাতে শীলা বৃষ্টিতে ঘরের টিনসহ সমস্ত আসবাব পত্র তছনছ হয়ে যায়।

এখনো খোলা আকাশের নিচে পড়ে আছি। ক্ষতি গ্রস্থ পরিবারগুলো সরকারের সাহায্য সহযোগীতার দাবী করেন তিনি।

এবিএন/সুমন কুমার মন্ডল/জসিম/এনকে

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত