শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

তারাগঞ্জ (রংপুর),৩১ মার্চ, এবিনিউজ : রংপুরের তারাগঞ্জে বাসের ধাক্কায় সবুজ মিয়া (২৫) নামে এক মাহিন্দ্রা চালক নিহত হয়েছে। আজ শনিবার সকাল দশটায় রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বামনদিঘী নামক এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, রংপুর থেকে পঞ্চগড়গামী বিআরটিসির একটি যাত্রীবোঝাই বাস বামনদিঘী এলাকায় চালক নিয়ন্ত্রন হারিয়ে পেছন থেকে মাহিন্দ্রা ধাক্কা দেয়। এতে মাহিন্দ্রা উল্টে গিয়ে ঘটনাস্থালেই চালক সবুজের মৃত্যু হয়। সবুজ মিয়া উপজেলার ইকরচালী ইউনিয়নের জগদীশপুর শাহপাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে।

তারাগঞ্জ হাইওয়ে থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহেল বাকী বলেন, জনপ্রতিনিধি ও স্থানীয় নেতা কর্মীর অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এবিএন/বিপ্লব হোসেন অপু/জসিম/এনকে

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত