সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • সারাদেশ
  • টাকার বিনিময়ে গণধর্ষণের বিচার করলেন ইউপি চেয়ারম্যান

টাকার বিনিময়ে গণধর্ষণের বিচার করলেন ইউপি চেয়ারম্যান

টাকার বিনিময়ে গণধর্ষণের বিচার করলেন ইউপি চেয়ারম্যান

কচাকাটা (কুড়িগ্রাম),৩১ মার্চ, এবিনিউজ : কুড়িগ্রামের প্রস্তাবিত কচাকাটা থানায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে কৌশলে বাড়ির বাহিরে ডেকে নিয়ে গিয়ে সারারাত গণধর্ষণ করে ৩ যুবক।

জানা যায় কুড়িগ্রামে নাগেশ্বরী উপজেলায় বল্লভের খাস ইউনিয়নের চর রহমানের কুটি (শিমুলতলা) গ্রামের শফিউল ইসলাম এর কন্যা মোছা. সাকিলা খাতুন সালমা চর রহমানের কুটি প্রান্ত নিবাস হাই স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।

বালারহাট কন্যামতির জেলাল কবিরের ছেলে শুক্কুর আলী, বারেক আলীর ছেলে বাহার আলী, চর বেরুবাড়ী (ভেলকার চর) গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সৈফুর রহমান মুঠো ফোনে গত ২৬ শে মার্চ সন্ধ্যার সময় মাদারগঞ্জ বাজারের পূর্ব পাড়ে ডেকে নিয়ে আসে এবং পালাক্রমে ধর্ষণ করে।

পরের দিন এলাকার আলোড়ন সৃষ্টি হলে ঘটনাটি ধামা চাপা দিয়ে রাখতে বল্লভেরখাস ইউনিয়নের চেয়ারম্যান আকমল হোসেনের নেতৃত্বে উপযুক্ত বিচার দেওয়ার কথা বলে ধর্ষকদের কাছ থেকে শালিসের মাধ্যমে ১,৬৫,০০০ টাকা হাতিয়ে নেয়।

এ ব্যাপারে জানতে চাইলে কচাকাটা থানার অফিসার ইনচার্জ ফারুক খলিল জানান এখন পযর্ন্ত কোন অভিযোগ পাইনি।

তবে ধর্ষনের বিচার যদি টাকা দিয়ে হয় তাহলে দেশে আইন আদালত কিসের জন্য এমন অভিমত ব্যাক্ত করে উর্দ্ধতন কতৃপক্ষের কাছে সুষ্ট বিচারের জন্য দাবি জানিয়েছেন সুশিল সমাজ।

এবিএন/মনিরুল ইসলাম/জসিম/এনকে

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত