বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

পটিয়ায় মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার প্রদান

পটিয়ায় মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার প্রদান

পটিয়া (চট্টগ্রাম),৩১ মার্চ, এবিনিউজ : পটিয়ায় হাফেজ আহমদ চৌধুরী ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার প্রদান অনুষ্ঠান আজ শনিবার বিকেল ৪টায় কর্ণফুলী কমিউিনিটি সেন্টারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাসেলুল কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর মো. আবু জাফর চৌধুরী, প্রধান অতিথি বক্তব্যে বলেন কোমলমতি শিক্ষার্থীদের সু-নাগরিক হিসাবে গড়ে তুলতে মায়েদের ভূমিকা অপরিসীম।

মায়েরা প্রচন্ড পরিশ্রম করে তাদের ছেলে মেয়েদেরকে মেধা ও মনন বিকাশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মাধ্যমে দেশকে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে মেধাবী শিক্ষার্থীর বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের সু-নজরে রেখে সুশিক্ষায় শিক্ষিত দেশেকে এগিয়ে নেবার জন্য আহবান জানান।

আজ শনিবার সন্ধ্যায় পটিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা রাসেলুল কাদেরের সভাপত্বিতে কর্ণফুলী কমিউনিটি সেন্টারের হলরুমে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সদস্য সচিব মানবজমিনের সাংবাদিক মোহাম্মদ শাহজাহান চৌধুরী।

প্রধান বক্তা ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ¦ ইঞ্জিনিয়ার আহমদ কামাল চৌধুরী, ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি প্রফেসর আহমদ ছগীর চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম জলি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি মোহাম্মদ মুছা, পটিয়া পৌরসভার আ’লীগের সহ-সভাপতি ও এস.আলম গ্রুপের এস্টেট ম্যানেজার বাবু বিমল কান্তি মিত্র, পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর ৩ নং ওয়ার্ডের আলহাজ¦ মুহাম্মদ আবু ছৈয়দ, পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য ও পৌরসভার আওয়ামী যুবলীগের সভাপতি নুর আলম সিদ্দিকী।

পটিয়া আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একে এম শাহজাহান উদ্দিন, সরকারী আইন কর্মকর্তা এডভোকেট বদিউল আলম, ইন্টারনাল কন্ট্রোল কমপ্লায়েন্স ডিভিশন (চট্টগ্রাম ইউনিট) ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইদ্রিচ, হেড অব ব্রাঞ্চ ইউ.সিবিএল পটিয়া শাখার এফএভিপি মোহাম্মদ জাহাঙ্গীর কবির, সম্মাননা স্মারক পেলেন প্রবীন সাংবাদিক এস.এ.কে.এম. জাহাঙ্গীর, সাংবাদিক আবদুর রাজ্জাক, সাংবাদিক সেলিম চৌধুরী, সাংবাদিক তাপস দে আকাশ, পটিয়া ব্যাংকার্স ফোরামের আহবায়ক মো. আমির হোসেন।

বিশিষ্ট ব্যাংকার ও সমাজ সেবক আলহাজ¦ আমির হোসেন, বিশিষ্ট লেখক গবেষক ও সম্পাদক মো. জাফর উল্লাহ, বিশিস্ট অভিভাবক সদস্য, পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ও সালাম ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী মো. নজরুল ইসলাম, শিক্ষিকা মিলাতী বড়–য়া, বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক ও ব্যাংকার মো. ইউসুফ জালাল টিটু, মো. শাহজালাল মিটু পটিয়ার বিশিষ্ট ১৬’ জন গুনী ব্যক্তিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

তারা হলেন, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আহমদ নুর, বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া বাবুল, বীর মুক্তিযোদ্ধা প্রতিবন্ধি আবদুল লতিফ, প্রতিবন্ধি শিক্ষক নিজাম উদ্দিন, প্রতিবন্ধি উম্মে হাবিবা চৌধুরী, প্রতিবন্ধি উম্মে ছালিমা চৌধুরী, প্রতিবন্ধি উম্মে তাছলিমা চৌধুরী।

প্রতিবন্ধি উম্মে তানজিলা চৌধুরী, প্রতিবন্ধি ভাস্কর ভট্টাচার্য্য, প্রতিবন্ধি শিক্ষার্থী মো. ফাহিম নুর জাহান বেগম, মো. নাসির উদ্দিন চৌধরী, রনজিত চৌধুরী, মো. নুরুল আলম, মো. আবদুল মোতালেব, আহমদ সেলিম চৌধুরী, আহমদ শরীফ চৌধুরী রানা, অধ্যাপক মীর আহমদ চৌধুরী, অধ্যাপিকা জেসমিন আকতার চৌধুরী, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোছা. আয়েশা বিবি চৌধুরী, ইউপি সদস্য জাহেদুল হক প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সপ্তক সংগীত বিদ্যালয়ের সংগীত শিক্ষক অপু চন্দ্র দে ও অধ্যাপিকা পহেলী দে। অনুষ্ঠানে তিন শতাধিক শিক্ষার্থীকে বিভিন্ন গ্রেডে ব্যাগ, টিফিন বক্স ও মগ সহ শিক্ষা সামগ্রী বিতরন করা হয়।

এবিএন/সেলিম চৌধুরী/জসিম/এনকে

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত