বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

চরফ্যাসনে জামায়েত আমিরসহ আটক ১২

চরফ্যাসনে জামায়েত আমিরসহ আটক ১২

ভোলা, ৩১ মার্চ, এবিনিউজ : ভোলার চরফ্যাসনে জামায়েত আমিরসহ ১২ নেতাকে আটক করেছে পুলিশ।

আজ শনিবার সন্ধ্যায় উপজেলা জামায়েত ইসলামী আমির মাওলানা হারুন অর রশিদ এর বাড়িতে আন্তথানা জামায়েত নেতাদের নিয়ে গোপন বৈঠককালে পুলিশ ১২ জনকে আটক করেছে।

গ্রেফতারকৃতরা হলো- চরফ্যাসন উপজেলা জামাত ইসলামী আমির মাওলানা হারুন অর রশিদ কাজী (৫১), মোস্তফা কামাল (৫২), ভোলা সদরের আমির হোসেন (৪৫), লালমোহনের লোকমান হোসেন (৪০), জসিম উদ্দিন (৩০), অধ্যক্ষ শরিফ হোসেন (৪৫) শশীভূষনের নাসিম (৩৫), রেদওয়ান (২৫), আবুল কাশেম (৫০), মোহাম্মদ আলী (৫৫), রহমত উল্যাহ (৩০), দক্ষিণ আইচার জিয়াউল হক (৭৫)।

চরফ্যাসন থানার ওসি এনামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাওলানা হারুনের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি আরো জানান, এরা সবাই ভোলা, লালমোহন, শশীভূষণ, দক্ষিণ আইচা ও চরফ্যাসন এলাকার জামাতে ইসলামির গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করছে। সরকার বিরোধী নাশকতার জন্য এরা সন্ধ্যার পর হারুন মাওলানার বাড়িতে গোপন বৈঠক করছিল।

এদের বিরুদ্ধে সরকার বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে মামলার প্রস্তুতি চলছে।

এবিএন/আদিল হোসেন তপু/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত