![চাঁদপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/01/shekh-hasina_133106.jpg)
চাঁদপুর, ০১ এপ্রিল, এবিনিউজ : চাঁদপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার সকাল ১১টার দিকে তিনি হেলিকপ্টারে করে সরাসরি চাঁদপুরের হাইমচরে পৌঁছান।
সেখানে পৌঁছে উপজেলার চরভাঙ্গা এলাকায় বাংলাদেশ স্কাউটসের ৬ষ্ঠ জাতীয় কমডেকার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী এবং স্কাউটদের কুচকাওয়াচ পরিদর্শন করেন।
এ অনুষ্ঠান শেষে চাঁদপুর সার্কিট হাউসে বিশ্রাম গ্রহণ শেষে দুপুর আড়াইটার পর তিনি ২৩টি উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন ও ২৪টির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর পর বিকালে চাঁদপুর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন।
এবিএন/সাদিক/জসিম